Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে চিৎকার-চেঁচামেচি হাজী সেলিমের, চটলেন পুলিশের ওপর

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৪:৩৪ | আপডেট: ৫ মে ২০২৫ ১৮:০১

আদালতে ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী সেলিম।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর শাহবাগ থানার এক মামলায় ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী সেলিমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (৫ মে) তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র।

এদিন সকালে হাজী সেলিমকে আদালতের এজলাসে হাজির করে পুলিশ। এ সময় তার হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। পত্রিকার পৃষ্ঠাটি এক পুলিশ সদস্য নিতে গেলে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন তিনি। এক পর্যায়ে আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন সাবেক এই এমপি। পরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। শুনানি শেষে গ্রেফতার দেখান আদালত।

এজলাস থেকে নামিয়ে হাজতখানায় নেওয়ার সময়ও পুলিশের সঙ্গে ফের চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম। এ সময় তার মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।

এর আগে, গত বছরের ২ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী সেলিম