Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ভ্যান চালকের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৪:৪৭ | আপডেট: ৫ মে ২০২৫ ১৪:৫০

হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন।

নরসিংদী: নরসিংদীর ঘোড়াশালে কাভার্ডভ্যান চালক আহসান উল্লাহকে গুলি করে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী, পরিবারের সদস্য ও তার চালক সহযোগীরা।

সোমবার (৫ মে) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন তারা। এ সময় তারা বলেন, প্রকাশ্যে গুলি করে নির্মমভাবে নিরিহ এই চালককে হত্যা করা হয়। দীর্ঘদিন পার হলেও মূল অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। অতিদ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায় তারা।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৩ এপ্রিল রাতে ঘোড়াশাল পৌরএলাকার কুমারটেক এলাকায় দোকানের পাশে বসে থাকা অবস্থায় মোটরসাইকেল যোগে এসে দুই দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। নিহত আহসান উল্লাহ কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যান চালক ছিলেন।

সারাবাংলা/এনজে

গ্রেফতা‌রের দাবি‌ ভ্যান চালক মানববন্ধন হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর