১০ মে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির মহাসমাবেশ
৫ মে ২০২৫ ১৬:১৩ | আপডেট: ৫ মে ২০২৫ ১৬:২১
বান্দরবান: চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে আগামী ১০ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ মহাসমাবেশকে তরুণদের জনসমুদ্রে পরিণত করতে এরই মধ্যে নানা প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।
মহাসমাবেশ সফল করতে সোমবার (৫ই মে) সকালে বান্দরবান জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে হোটেল গ্র্যান্ড ভ্যালির হল রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল।
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক কাঠামোয় গুণগত পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশকে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চান। তরুণদের অধিকার প্রতিষ্ঠিত হলে এই দেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।’
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্নের কেন্দ্রে রয়েছে যুবসমাজ। তরুণরাই পারে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে নিতে। তাদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত না করা গেলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে।
সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জাবেদ রেজা। সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা মুজিবর রশিদ, মশিউর রহমান মিঠুন, জসিম উদ্দীন তুষার, লুসাই মং মার্মা, রিটল বিশ্বাসসহ অন্যান্যরা।
সভায় জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম, সেচ্ছাসেবক দলের আহয়াক আলী হায়দার বাবলু, ছাত্রদলের সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনজে