Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংস্কারে সময় দিতে হবে, নির্বাচন বাংলাদেশের নিজস্ব ব্যাপার’

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৫:২০ | আপডেট: ৫ মে ২০২৫ ১৮:৩৪

ডিক‍্যাব টকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

ঢাকা: সরকারের চলমান সংস্কার কাজে সমর্থন জানিয়ে ইউরোপীয় ইউনিয়েনের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, সংস্কার কাজে পর্যাপ্ত সময় দিতে হবে। নির্বাচন কবে হবে তা বাংলাদেশের নিজস্ব ব‍্যাপার। এ নিয়ে আমাদের কোনো চাপ নেই।

সোমবার (৫ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক‍্যাব টকে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করে এর প্রক্রিয়া স্বচ্ছ করা জরুরি বলেও মনে করেন মাইকেল মিলার।

ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, ‘রাখাইনে মানবিক করিডরকে সমর্থন করছে ইইউ। তবে করিডর স্থাপন হোক বা না হোক, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক ও খাদ্য সহায়তা দিতে পাশে থাকবে ইইউ। প্রয়োজন মাফিক আর্থিক সহায়তা বাড়াতে কাজ করছে ইইউ।’

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

ইউরোপীয় ইউনিয়ন জুলাই হত্যাকাণ্ড মাইকেল মিলার রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর