রাজবাড়ীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
৫ মে ২০২৫ ১২:৩০ | আপডেট: ৫ মে ২০২৫ ১৫:৩৪
রাজবাড়ী: সংস্থাপন মন্ত্রণালয় থেকে সরাসরি বিচার বিভাগে অন্তর্ভুক্তির দাবিতে কর্মবিরতি পালন করেছেন রাজবাড়ী জেলা বিচার বিভাগের কর্মচারীরা।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজবাড়ী শাখার আয়োজনে জেলা আদালত প্রাঙ্গণে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা।
এ সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি সৈয়দ আলী আক্কস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তমাল বক্তব্য দেন। এ ছাড়া অন্যান্যদের মধ্যে আব্দুল মতিন, মোফাজ্জেল হক, নিলুফা আক্তার, নুরুদ্দিন, মো. আলামীন, মো. শামীম, আনিসুর রহমান আনিস ও বাবলু সরদার বক্তব্য দেন।
বক্তারা জানান, বিচার বিভাগে কাজ করলেও তাদের নিয়োগ সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় পূর্ণাঙ্গ প্রশাসনিক সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
তারা দ্রুত বিচার বিভাগে অন্তর্ভুক্তি, পৃথক সচিবালয় গঠন, ব্লকপদ বিলুপ্তসহ গ্রেড উন্নয়নের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সারাবাংলা/ইআ