Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি সেবা আরও বেশি সহজ করতে সুধীজনের সঙ্গে বসবে ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৫:৩১ | আপডেট: ৫ মে ২০২৫ ১৮:০১

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেছেন, চলতি মাসেই সেবা সহজীকরণের লক্ষ্যে সুধীজনের সঙ্গে একটি সেমিনারের আয়োজন করা হবে।

সোমবার (৫ ম) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবীর বলেন, এনআইডি সেবা সহজীকরণের লক্ষ্যে প্রাথমিক যে সিদ্ধান্ত হয়েছে সে অনুযায়ী মিডিয়ার লোকদের নিয়ে সেমিনারে রাখব। যে কর্মকর্তা সহজীকরণের চিন্তা ভাবনা করেন তাদের রাখবে। এর বাইরে আমরা সুধীজনদের রাখব। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। এই মাসের মধ্যে হবে। রাজনৈতিক দলকে দরকার হবে কিনা বুঝতে পারছি না। যদি মনে হয় ভালো হয় তাহলে রাখব।

এনআইডি মহাপরিচালক জানান, আমরা রোহিঙ্গা ও বিদেশিদের এনআইডির ডাটাবেজে প্রবেশ করতে দেব না। গত সপ্তাহে সিদ্ধান্ত ছিল রোহিঙ্গাদের বিষয়ে ডাটাবেজটা ইসিকে এপিআইর মাধ্যমে দেওয়া। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য দফতর মিলে সিদ্ধান্ত নিয়েছে, এই তথ্য আমাদের কাছে থাকবে। যেখান থেকেই হোক তথ্যটা যেন পাই। মূলত রোহিঙ্গা আর বিদেশিদের আমরা আমাদের ডাটাবেজে প্রবেশ করতে দেব না। রোহিঙ্গাদের সার্ভার কোন মন্ত্রণালয়ে যাবে, সেটার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পাইনি। আগের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এ সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যেতাম। এখন সরকারের যদি বিকল্প সিদ্ধান্ত হয়, তাহলে যেখানে থাকুক আমরা যদি রোহিঙ্গাদের আঙ্গুলের ছাপ যাচাই করতে পারি, তাহলেই হবে।

তিনি বলেন, জেলা পর্যায়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পর্যায়ে এনআইডি সংশোধনের যে ক্ষমতা ছিল সেটা জেলা অফিসারকেও দায়িত্ব দিচ্ছি। মানুষের সেবা নিশ্চিত করা জন্য যৌক্তিক আবেদন যেগুলো, কমিশন দ্রুত অনুমোদন দিচ্ছে। কমিশন ও সচিবালয় আমরা সবাই মিলে মানুষেকে দ্রুত সেবা দিতে চাই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এনআইডি অনুবিভাগে প্রচুর আবেদন ঝুলে আছে। এগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করতে পারি সেজন্য দায়িত্ব বণ্টন করে দিচ্ছি।

বিজ্ঞাপন

এনআইডি মহাপরিচালক বলেন, ইসি সচিবালয়ের অফিসারদের মাঝেও একটু ক্ষমতা পরিবর্তন করছি, যাতে সেবা সহজ হয়। আমাদের আঞ্চলিক পর্যায়ে ক্যাটাগরি করার ক্ষমতা দেওয়া আছে। আমরা মনটিরিং করছি। অনেকেই হয়তো ক্যাটাগরি ঠিক মতো করছে কেউ করছে না। কেননা, ক্যাটাগরি না করলে আবেদন নিষ্পত্তি করা যায় না।

তিনি আরও বলেন, বর্তমানে ডাবল এনআইডি রয়েছে ৫০০ এর বেশি। আগামী সপ্তাহে উল্লেখযো্গ্য অগ্রগতি দেখতে পারবেন। ১৩ কোটির বেশি তথ্য একটা একটা করে খোঁজা সম্ভব নয়। কেউ যদি তথ্য দেয় আর আমরা যদি দেখতে পাই তাহলে ব্যবস্থা নিই।

সারাবাংলা/এনএল/ইআ

এনআইডি সেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর