আগামী সপ্তাহে প্রবাসী ভোটার কার্যক্রম এগিয়ে নিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক
৫ মে ২০২৫ ১৬:২৫ | আপডেট: ৫ মে ২০২৫ ১৮:০১
ঢাকা: প্রবাসীদের ভোটার কার্যক্রম এগিয়ে নিতে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হবে জানিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনু বিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
সোমবার (৫ মে) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবীর বলেন, সম্প্রতি প্রবাসী ভোটার কার্যক্রম আমরা অস্ট্রেলিয়াতে চালু করেছি। সেখানে নিয়মিত ভোটার হচ্ছে। এখন আটটি দেশে চলছে। আগামী সপ্তাহ নাগাদ কানাডা শুরু হবে। তখন নয়টা দেশ হবে। অন্যান্য দেশে চালু করার জন্য যে সমস্যা হচ্ছে দূতাবাসে জায়গার অভাব।
তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করেছি। আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় সভা করব। প্রবলেম চিহ্নিত ও সমাধান করে যেন ৪০ দেশে কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা গত কয়েক মাসে যদি সাত-আটটা দেশে করতে পারতাম তাহলে ভালো হতো। এ মাসের শেষ নাগাদ আরেকটু অগ্রগতি হবে বলে আশা করি। আমেরিকায় এখনও ক্লিয়ারেন্স পাইনি। পেলে কাজটা শুরু করতে পারব।
অস্ট্রেলিয়ার আগে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত ও মালয়েশিয়া এই সাতটি দেশে দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা শুরু করে ইসি। এক্ষেত্রে অনলাইনে আবেদন করে দূতাবাসে এসে ফটো তুলে নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে।
জানা গেছে, সাতটি দেশ থেকে মোট আবেদন পড়েছে ৪২ হাজার ২৬৯টি। এদের মধ্যে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে তিন হাজার ৪০১টি আবেদন। আবেদনকারীর উপজেলা নির্বাচন অফিসে তদন্ত প্রক্রিয়াধীন আছে ২০ হাজার ১৮৪টি আবেদন। তদন্ত শেষে আবেদন অনুমোদন হয়েছে ১৭ হাজার ৬০৭ জনের। অনুমোদনের অপেক্ষায় আছে ৪৫৭ জনের আবেদন। আর সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস থেকে আঙুলের ছাপ ও ছবি নেওয়া হয়েছে ২২ হাজার ১২৮ জনের। সবচেয়ে বেশি আবেদন পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে ১৮ হাজার ৫৮৯টি। আর সবচেয়ে কম আবেদন পড়েছে মালয়েশিয়ায় ৭৮৪ জন।
সারাবাংলা/এনএল/ইআ