Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে পর্যটক নৌকা উলটে ১০ জনের মৃত্যু, আহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ৫ মে ২০২৫ ১৯:০১

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশের কিয়ানশি শহরে হঠাৎ প্রবল ঝড়ো হাওয়ায় চারটি পর্যটক নৌকা উলটে যাওয়ায় অন্তত ১০ জন নিহত ও ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৪ মে) দক্ষিণ-পশ্চিম চীনের একটি নদীতে এই দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ৮৪ জন যাত্রী পানিতে পড়ে গেছেন। সোমবার (৫ মে) উদ্ধারকাজ চালানোর পর মৃতের সংখ্যা ১০-এ পৌঁছেছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্ঘটনার পরপরই উদ্ধার ও তল্লাশি অভিযানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দেন। তিনি সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি অনুরূপ দুর্ঘটনার কথা উল্লেখ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

ঘটনাটি ঘটেছে চীনের সপ্তাহব্যাপী মে ডে ছুটির শেষ প্রান্তে, যেটি দেশজুড়ে ভ্রমণের সর্বোচ্চ মৌসুম হিসেবে বিবেচিত। এই সময়ে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনজে

আহত চীন দুর্ঘটনা নৌকা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর