Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি সিনেমার ওপর ১০০% শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২৫ ১৭:১৮ | আপডেট: ৫ মে ২০২৫ ১৯:০১

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বিদেশে নির্মিত সিনেমাগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। বৈশ্বিক বাণিজ্য বিরোধ আরও তীব্র করার অংশ হিসেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমেরিকার চলচ্চিত্র শিল্প দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে।’ এই পরিস্থিতি মোকাবিলায় বাণিজ্য মন্ত্রণালয় ও বাণিজ্য প্রতিনিধিকে শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তার অভিযোগ, বিভিন্ন দেশ পরিকল্পিতভাবে প্রণোদনা দিয়ে বিদেশি নির্মাতাদের আকৃষ্ট করছে, যা তিনি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেন। ট্রাম্প বলেন, ‘এটা শুধু বাণিজ্য নয়, বরং বার্তা ও প্রচারণার বিষয়।’

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, ‘আমরা আবার আমেরিকায় তৈরি সিনেমা দেখতে চাই।’

তবে এই ঘোষণায় অনেক প্রশ্ন থেকেই গেছে। স্পষ্ট নয়, এই শুল্ক শুধুমাত্র বিদেশি নির্মাতাদের ওপর কার্যকর হবে, না কি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযোজনা সংস্থাগুলোর বিদেশে নির্মিত ছবিগুলোর ওপরও প্রযোজ্য হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বড় স্টুডিওগুলো বিদেশে অনেক ছবি নির্মাণ করেছে, যার মধ্যে রয়েছে ডেডপুল ও উলভারিন, উইকড, ও গ্ল্যাডিয়েটর টু। এছাড়াও, সিনেমা হলে মুক্তিপ্রাপ্ত ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশিত ছবিগুলোর ক্ষেত্রেও এই শুল্ক কার্যকর হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ইউরোপীয় সিনেমা চেইন ভ্যু (Vue)-এর প্রতিষ্ঠাতা টিমোথি রিচার্ডস বলেন, ‘একটি মার্কিন সিনেমা কীভাবে সংজ্ঞায়িত হবে সেটাই বড় প্রশ্ন। অর্থায়ন কোথা থেকে এসেছে, পরিচালক বা অভিনেতা কারা, নাকি শুটিং কোথায় হয়েছে, কোন মানদণ্ড ব্যবহৃত হবে?’

বিজ্ঞাপন

ব্রিটিশ মিডিয়া ইউনিয়ন বেক্টুর প্রধান ফিলিপা চাইল্ডস বলেন, ‘প্যানডেমিক ও সাম্প্রতিক মন্দা থেকে উঠতে থাকা এই খাতকে রক্ষা করতে যুক্তরাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

চলচ্চিত্র গবেষণা সংস্থা প্রোডপ্রো জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রযোজনায় ব্যয় হয়েছে ১৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার, যা ২০২২ সালের তুলনায় ২৬ শতাংশ কম।

এদিকে, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড এসব দেশ ২০২২ সালের পর থেকে মার্কিন সিনেমা নির্মাণের জন্য বেশি বিনিয়োগ আকর্ষণ করছে।

বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়িত হলে অন্যান্য দেশ পালটা শুল্ক আরোপ করতে পারে, যার ফলে মার্কিন চলচ্চিত্রের আন্তর্জাতিক আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

সারাবাংলা/এনজে

ট্রাম্প শুল্কারোপ সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর