Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী-ছেলেসহ বিমান বাহিনীর সাবেক প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ৫ মে ২০২৫ ১৯:০১

বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান

ঢাকা: দুর্নীতির অভিযোগ থাকায় পরিবারসহ বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৫ মে) দুপুরে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তানজির হাসিব সরকার।

দুদকের আবেদনে বলা হয়, বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষগ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসবের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। এর মধ্যেই শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান ও মেয়ে সানজিদা আক্তার বিদেশে পালানোর চেষ্টা করছেন। তাই তাদের বিদেশ গমন আটকানো প্রয়োজন।

সারাবাংলা/আরএম/এসআর

এয়ার চিফ মার্শাল দুর্নীতি দমন কমিশন দুর্নীতির অভিযোগ দেশত্যাগে নিষেধাজ্ঞা বিমান বাহিনী শেখ আব্দুল হান্নান