Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটা অংকের টাকা লেনদেন, স্ত্রীসহ পাপনের নামে দুদকের ২ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৮:২৫ | আপডেট: ৫ মে ২০২৫ ২১:৩২

নাজমুল হাসান পাপন

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ ও ৩২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ মেলায় এ মামলা করা হয়।

সোমবার (৫ মে) কমিশনের অনুমোদন পাওয়ায় মামলা দুটি করেন দুদকের উপ-পরিচালক সাইদুজ্জামান। বিকেলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

প্রথম মামলায় পাপনের বিরুদ্ধে ২০ কোটি সাত লাখ ৪১ হাজার ১২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পাশাপাশি তার ২০টি ব্যাংক হিসাবে ৭৪২ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার ৬৮৬ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়। ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় তার বিরুদ্ধে মামলা করে দুদক।

দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন পাপনের স্ত্রী রোকসানা হাসান। তার বিরুদ্ধে ১২ কোটি টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জিত ৪৯ কোটি ৩২ লাখ ৫৫ হাজার ১১০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়।

বিসিবির সাবেক সভাপতি পাপন আওয়ামী লীগের শাসনামলে কয়েকবার এমপি হয়েছেন। সবশেষ তিনি যুব ও ক্রীড়া মন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে অর্থ লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমে অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় দুদক।

সারাবাংলা/আরএম/এসআর

দুদকে মামলা নাজমুল হাসান পাপন পাপনের নামে মামলা বিসিবি বিসিবি’র সাবেক সভাপতি