নওগাঁয় বজ্রপাতে কিশোরের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৮:৪৬
৫ মে ২০২৫ ১৮:৪৬
নওগাঁ: নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে নাহাবির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। সোমবার (৫ মে) বিকেলে উপজেলার কাটাবাড়ি এলাকায় আত্রাই নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহাবির উপজেলার হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েতুর রহমান বলেন, কিশোর নাহাবির নদীর ধারে একটি হাঁসের খামারে কাজ করছিলো। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় হাঁস খামারের মালিক বাবু আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রযেছেন।
সারাবাংলা/এসআর