হাসনাতের ওপর হামলা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা
‘এ ধরনের ঘটনা যেন আর না ঘটে’
৫ মে ২০২৫ ১৯:০৯ | আপডেট: ৫ মে ২০২৫ ২১:৩২
ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা যেন না হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার (৪ মে) রাতে এ ঘটনায় ৫৪ জনকে গ্রেফতার বা আইনের আওতায় আনা হয়েছে। এ ধরনের ঘটনা যারা ঘটানোর চেষ্টা করছে তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
সোমবার (৫ মে) সচিবালয়ে অনুষ্টিত এক সংবাদ ব্রিফিং এ সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে ছিলো তাদের ওপর কিছু দিন পর পর হামলা হচ্ছে এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি আরও বলেন, এটার সংখ্যা কমে আসছে। আস্তে আস্তে এটা কমে যাবে। যারা এরকম দুই একটা ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো।
সারাবাংলা/জেআর/এনজে