Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থবছরের ৯ মাস
এলসি খোলা-নিষ্পত্তি বাড়লেও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৯:৫১ | আপডেট: ৫ মে ২০২৫ ২১:৩১

– ছবি : প্রতীকী (সংগৃহীত)

ঢাকা: চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৪-মার্চ ২০২৫) ৮৪৪ কোটি ডলারের সমপরিমাণ ব্যাক-টু-ব্যাক এলসি (ঋণপত্র) খোলা হয়েছে। এর আগের অর্থবছরের (২০২৩-২৪) একই সময়ে এলসি খোলার পরিমাণ ছিল ৭৪৪ কোটি ডলার। আলোচ্য সময়ে আগের অর্থবছরের তুলনায় এলসি খোলার পরিমাণ বেড়েছে প্রায় ১৩ দশমিক ৪১ শতাংশ।

অন্যদিকে এলসি খোলা বাড়ার পাশাপাশি আমদানি এলসি নিষ্পত্তির পরিমাণও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ৫ হাজার ২৩৪ কোটি ডলারের আমদানি এলসি নিষ্পত্তি করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এলসি নিষ্পত্তির পরিমাণ ছিল ৪ হাজার ৯৭২ কোটি ডলার।

বিজ্ঞাপন

এদিকে অর্থবছরের ৯ মাসে এলসি খোলা ও নিষ্পত্তি বাড়লেও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে। একইসঙ্গে কমেছে মধ্যবর্তী পণ্য ও পেট্রোলিয়াম আমদানি। আলোচ্য সময়ে আগের অর্থবছরের তুলনায় মূলধনী যন্ত্রপাতি আমদানি এলসির পরিমাণ ২৬ শতাংশ কমেছে।

এলসি খোলা ও নিষ্পত্তি সংক্রান্ত সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত মার্চে এলসি খোলা ও নিষ্পত্তির পরিমাণ দুটিই আগের বছরের একই মাসের তুলনায় বেড়ে ৬০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। গত মার্চে ৬৪৬ কোটি ডলারের সমপরিাণ আমদানি এলসি খোলা হয়েছে, যা গত অর্থবছরের একই মাসের তুলনায় প্রায় ৬ দশমিক ২৫ শতাংশ বেশি। গত অর্থবছরের মার্চে ৬০৮ কোটি ডলারের আমদানি এলসি খোলা হয়েছিল।

অন্যদিকে গত মার্চ মাসে ৬৩৫ কোটি ডলারের আমদানি এলসি নিষ্পত্তি হয়েছে, যা আগের বছরের একই মাসের প্রায় ৫৫৩ কোটি ডলারের তুলনায় ১৪ দশমিক ৮৩ শতাংশ বেশি।

ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, রেমিট্যান্স ও রফতানি বাড়ায় ব্যাংকিং খাতে ডলারের প্রবাহ বেড়ে যাওয়ায় আমদানি এলসি খোলা ও নিষ্পত্তির পরিমাণ বেড়েছে। আলোচ্য সময়ে ভোগ্যপণ্যসহ অন্যান্য পণ্যের আমদানি বেড়ে যাওয়ায় এলসি খোলা বেড়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে আলোচ্য সময়ে নতুন বিনিয়োগ না বাড়ায় মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে বলে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ক্যাপিটাল মেশিনারিজ আমদানি অনেকদিন ধরেই কমছে। এটি ধারাবাহিকভাবে কমে যাওয়ার মানে হলো- শিল্পগুলো এখন উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগী নয়।

সারাবাংলা/আরএস

আমদানি এলসি মূলধনী যন্ত্রপাতি