এপ্রিলে রফতানি আয়ে প্রবৃদ্ধি কমেছে
৫ মে ২০২৫ ১৯:৫০ | আপডেট: ৫ মে ২০২৫ ২১:৩১
ঢাকা: চলতি ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিলে ৩০১ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। রফতানি আয়ে এই প্রবৃদ্ধি এক শতাংশেরও কম। ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিলে ২৯৯ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল। আর চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রফতানি আয়ে প্রবৃদ্ধি ৯ দশমিক ৮৩ শতাংশ।
গত অর্থবছরের প্রথম ১০ মাসে ৩ হাজার ৬৬০ কোটি ডলারের পণ্য রফতানি হলেও চলতি অর্থবছরের একই সময়ে ৪ হাজার ২০ কোটি ডলারের পণ্য রফতানি হয়। তবে, গত ১০ মাসের মধ্যে এপ্রিলেই রফতানি আয়ে প্রবৃদ্ধি সবচেয়ে কম হয়েছে।
সোমবার (৫ মে) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্যমতে, গত অর্থবছরের প্রথম ১০ মাসে ৩ হাজার ৬৬০ কোটি ডলারের পণ্য রফতানি হলেও চলতি অর্থবছরের একই সময়ে ৪ হাজার ২০ কোটি ডলার হয়েছে। প্রথম ১০ মাসে রফতানি আয়ে প্রবৃদ্ধি ৯ দশমিক ৮৩ শতাংশ। প্রথম ১০ মাসে পোশাক খাতে রফতানি প্রবৃদ্ধি ১০ শতাংশ। এর মধ্যে নিটওয়্যারে প্রবৃদ্ধি ১০ দশমিক ৭৪ শতাংশ এবং ওভেনে ৯ দশমিক ১৭ শতাংশ।
প্রথম ১০ মাসে পোশাক রফতানি হয়েছে ৩ হাজার ২৬৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ২ হাজার ৯৬৭ কোটি ডলার। আর একক মাস হিসাবে এপ্রিলে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে নিটওয়্যারে প্রবৃদ্ধি ৫ দশমিক শূন্য ৮ শতাংশ এবং ওভেনে নেতিবাচক প্রবৃদ্ধি ৪ দশমিক ৬৫ শতাংশ।
ইপিবির তথ্যমতে, হিমায়িত মাছ রফতানিতে ১৪ দশমিক ৭৪ শতাংশ, কৃষিতে ৪ দশমিক ১৯ শতাংশ, প্লাস্টিকে ১৯ দশমিক ৬৯ শতাংশ, রাবারে ২৩ দশমিক ৬৯ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যে ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে পাট ও পাটজাত পণ্যে এ সময় নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। প্রথম ১০ মাসে পাট ও পাটজাত পণ্যে রফতানি কমেছে ৬ দশমিক ৮৯ শতাংশ।
এর আগে, গেল মার্চে রফতানি আয় বাড়ে সাড়ে ১১ শতাংশ। তখন প্রথম ৯ মাসে রফতানি প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশ। যা এখন কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। মার্চে রফতানি আয়ে সাড়ে ১১ শতাংশ প্রবৃদ্ধি হলেও একক মাস হিসাবে এপ্রিলে প্রবৃদ্ধি হয়েছে মাত্র দশমিক ৮৬ শতাংশ।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম