Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এপ্রিলে রফতানি আয়ে প্রবৃদ্ধি কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৯:৫০ | আপডেট: ৫ মে ২০২৫ ২১:৩১

রফতানি উন্নয়ন ব্যুরো।

ঢাকা: চলতি ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিলে ৩০১ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। রফতানি আয়ে এই প্রবৃদ্ধি এক শতাংশেরও কম। ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিলে ২৯৯ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল। আর চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রফতানি আয়ে প্রবৃদ্ধি ৯ দশমিক ৮৩ শতাংশ।

গত অর্থবছরের প্রথম ১০ মাসে ৩ হাজার ৬৬০ কোটি ডলারের পণ্য রফতানি হলেও চলতি অর্থবছরের একই সময়ে ৪ হাজার ২০ কোটি ডলারের পণ্য রফতানি হয়। তবে, গত ১০ মাসের মধ্যে এপ্রিলেই রফতানি আয়ে প্রবৃদ্ধি সবচেয়ে কম হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ মে) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্যমতে, গত অর্থবছরের প্রথম ১০ মাসে ৩ হাজার ৬৬০ কোটি ডলারের পণ্য রফতানি হলেও চলতি অর্থবছরের একই সময়ে ৪ হাজার ২০ কোটি ডলার হয়েছে। প্রথম ১০ মাসে রফতানি আয়ে প্রবৃদ্ধি ৯ দশমিক ৮৩ শতাংশ। প্রথম ১০ মাসে পোশাক খাতে রফতানি প্রবৃদ্ধি ১০ শতাংশ। এর মধ্যে নিটওয়্যারে প্রবৃদ্ধি ১০ দশমিক ৭৪ শতাংশ এবং ওভেনে ৯ দশমিক ১৭ শতাংশ।

প্রথম ১০ মাসে পোশাক রফতানি হয়েছে ৩ হাজার ২৬৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ২ হাজার ৯৬৭ কোটি ডলার। আর একক মাস হিসাবে এপ্রিলে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে নিটওয়্যারে প্রবৃদ্ধি ৫ দশমিক শূন্য ৮ শতাংশ এবং ওভেনে নেতিবাচক প্রবৃদ্ধি ৪ দশমিক ৬৫ শতাংশ।

ইপিবির তথ্যমতে, হিমায়িত মাছ রফতানিতে ১৪ দশমিক ৭৪ শতাংশ, কৃষিতে ৪ দশমিক ১৯ শতাংশ, প্লাস্টিকে ১৯ দশমিক ৬৯ শতাংশ, রাবারে ২৩ দশমিক ৬৯ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যে ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে পাট ও পাটজাত পণ্যে এ সময় নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। প্রথম ১০ মাসে পাট ও পাটজাত পণ্যে রফতানি কমেছে ৬ দশমিক ৮৯ শতাংশ।

বিজ্ঞাপন

এর আগে, গেল মার্চে রফতানি আয় বাড়ে সাড়ে ১১ শতাংশ। তখন প্রথম ৯ মাসে রফতানি প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশ। যা এখন কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। মার্চে রফতানি আয়ে সাড়ে ১১ শতাংশ প্রবৃদ্ধি হলেও একক মাস হিসাবে এপ্রিলে প্রবৃদ্ধি হয়েছে মাত্র দশমিক ৮৬ শতাংশ।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

কমেছে টপ নিউজ প্রবৃদ্ধি রফতানি আয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর