টাঙ্গাইলে গুলি ছুড়ে ব্যবসায়ীদের টাকা লুট, ‘ডাকাত’ সাগর ঢাকায় গ্রেফতার
৫ মে ২০২৫ ২০:১০
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে গুলি ছুড়ে মহিষ ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকা লুটের ঘটনায় মূল হোতা ’ডাকাত’ সাগর বারুইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
সোমবার (৫ মে) দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। এর আগে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানান, ঢাকার খিলগাঁও থেকে ডাকাত দলের মাস্টারমাইন্ড সাগর বারুইকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে কুমারজানি এলাকা থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গত ২২ মার্চ উপজেলার বাশতৈল এলাকায় মহিষ ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি চালিয়ে টাকা লুট করে ডাকাতরা। পরদিন ভুক্তভোগীরা থানায় মামলা করেন। গত ১১ এপ্রিল ঢাকার হাজারীবাগ থেকে ডাকাত মিলনকে গ্রেফতার করা হয়। ১৮ এপ্রিল যাত্রাবাড়ীতে গ্রেফতার হয়
ইসমাইল। ডাকাতির ঘটনায় ৩ লাখ ১২ হাজার টাকা, দুটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, তিনটি মোটরসাইকেল ও একটি হাইয়েস গাড়ি উদ্ধার করা হয়েছে বলে জানান এসপি।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান ও ডিবি ওসি মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসআর
গুলি ছুড়ে ডাকাতি টাঙ্গাইল ডাকাত গ্রেফতার মহিষ ব্যবসায়ী মির্জাপুর