এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.১৭ শতাংশ
৫ মে ২০২৫ ২০:২১ | আপডেট: ৫ মে ২০২৫ ২০:২৬
ঢাকা: গত এপ্রিল শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার কমেছে। এর আগে গত মার্চে মূল্যস্ফীতি খুব সামান্য বেড়েছিল। এপ্রিলে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে।
সোমবার (৫ মে) মূল্যস্ফীতির হালনাগাদ এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএস এর হিসাব মতে, গত এপ্রিল শেষে সার্বিক মূল্যস্ফীতি কমে দঁড়িয়েছে ৯.১৭ শতাংশ; যা মার্চে ছিল ৯.৩৫ শতাংশ।
সংস্থার তথ্য মতে, এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতিও কমেছে। খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৬৩ শতাংশ; যা মার্চে ছিল ৮.৯৩ শতাংশ।
অন্যদিকে খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতি এপ্রিলে কমে ৯.৬১ শতাংশ দাঁড়িয়েছে। মার্চে এটি ছিল ৯.৭০ শতাংশ।
উল্লেখ্য, এর আগে গত মার্চে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার সামান্য বেড়ে ৯.৩৫ শতাংশে পৌঁছায়। গত ফেব্রুয়ারিতে এটি ছিল ৯.৩২ শতাংশ। মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮.৯৩ শতাংশ হয়, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.২৪ শতাংশ। তবে আলোচ্য মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছিল। মার্চে খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতি বেড়ে ৯.৭০ শতাংশ হয়, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.৩৮ শতাংশ।
পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের নভেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ১১.৩৮ শতাংশ। এরপর টানা তিন মাস (ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারি) সার্বিক মূল্যস্ফীতির হার একটু একটু করে কমেছিল।
সারাবাংলা/আরএস