শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হাওলাদার (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) সকাল ১১ টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের আফাজ উদ্দিন মুন্সি কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম হাওলাদার বিকেনগর ইউনিয়নের বাচ্চু হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, নির্মাণ শ্রমিক শামীম সকালে আফাজ উদ্দিন মুন্সি কান্দি এলাকায় একটি বাড়িতে নির্মাণ কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল আকন্দ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।