Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬২৬

স্টাফ করেসপটন্ডেন্ট
৫ মে ২০২৫ ২১:০৮

ঢাকা: সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯০ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬৩৬ জন।

সোমবার (৫ মে) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করে মামলা ও ওয়ারেন্টমূলে মোট ৯৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে অন্যান্য মামলার ৬৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে- এরমধ্যে একটি রামদা ছাড়াও একটি চাপাতি ও একটি চাকু রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

সারাবাংলা/এমএইচ

গ্রেফতার বিশেষ অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর