Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মির্জা ফখরুলের যে অনুরোধ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ২১:১৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লন্ডন থেকে ঢাকা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত বিএনপি ও তার নানা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৫ মে) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ করেছেন।

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, ‘কাতারের আমিরের পাঠানো র‍য়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে (সাড়ে ১০টায়) বেগম জিয়া দেশে এসে নামবেন। আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার আমি অনুরোধ করছি।’

তিনি আরও লিখেছেন, ‘পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আমি অনুরোধ করছি।

সারাবাংলা/এনএল/এসআর

এসএসসি পরীক্ষা মির্জা ফখরুলের অনুরোধ