Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুর হাতে বন্ধু খুন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ২১:৪৮

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু হোসেন মিয়া (১২) খুন হয়েছে।

সোমবার (৫ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর হোসেন মিয়া পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। অভিযুক্ত বন্ধু একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে হোসাইন (১৮)। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

জানা যায়, নিহত ও অভিযুক্ত দুইজন বন্ধু। তারা পাশাপাশি বাড়ির বাসিন্দা। টাকা লেনদেনের ঘটনায় তাদের মধ্যে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহতের মা ফাতেমা বেগম বলেন, বিকালে আমার ছেলে হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে যায়। এসময় হোসাইন জোর করে টাকা নিতে চায়। আমার ছেলে দৌড় দিয়ে সরে যায় তখন সে দৌড়িয়ে গিয়ে পেটে ও গলায় ছুরিকাঘাত করে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

খুন বন্ধুর হাতে বন্ধু খুন সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর