রাজবাড়ীতে কৃষক লীগের সাবেক সভাপতি গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ২১:৫৯
৫ মে ২০২৫ ২১:৫৯
রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. আবুল হোসেনকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) দুপুরে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল হোসেন উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমুদ্দিন পাড়া মৃত ইমান প্রামানিকের ছেলে। তিনি উজানচর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
সারাবাংলা/এসআর