Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ২৩:০৭ | আপডেট: ৬ মে ২০২৫ ০০:১৭

বগুড়া: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণসহ মারধর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা করেছেন এক নারী। মামলায় হিরো আলমসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

রোববার (৪ মে) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এ তিনি মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন- তার মেয়ে আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক ও তার স্ত্রী জেরিন এবং আহসান হাবাবী সেলিম।

মামলার পর আদালতের বিচারক মো. আনোয়ারুল হক বাদীর জবানবন্দী গ্রহণ করে তদন্তের জন্য বগুড়ার পিবিআই পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদীকে ছোট পর্দার নায়িকা বানানোর প্রলোভন দেখায় হিরো আলম। এরপর ওই নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। এছাড়াও শর্টফিল্ম তৈরির জন্য ওই নারীর কাছ থেকে হিরো আলম ১৫ লাখ টাকা ধার নেন। পরে বাদী বিয়ের কাবিনের জন্য চাপ দিলে হিরো আলম ২১ এপ্রিল মারধর করেন। এতে রক্তক্ষরণে ওই নারীর গর্ভপাত হয়।

তবে হিরো আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে ফাঁসাতে মিথ্যা মামলা করা হচ্ছে।’

বগুড়া পিবিআই এর ইনচার্জ (পরিদর্শক) জাহিদ হোসেন বলেন, মামলার কাগজপত্র এখনও আমাদের কাছে আসেনি। আগামীকাল আদালতে যাবো এ বিষয়ে।

সারাবাংলা/এসআর

হিরো আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর