Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের টিকিট বিক্রি শুরু ২১ মে

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ২৩:১৪

বাংলাদেশ রেলওয়ে। ছবি: সংগৃহীত

ঢাকা: কোরবানির ঈদে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। ওই দিন বিক্রি হওয়া টিকিট দিয়ে ৩১ মে ভ্রমণ করা যাবে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, গত রোববার (৪ মে) এসংক্রান্ত এক বৈঠকে টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ২১ মে বিক্রি হওয়া টিকিট দিয়ে ভ্রমণ করা যাবে ৩১ মে। ২২ মে টিকিট কিনে সেটা দিয়ে ভ্রমণ করা যাবে ১ জুন, ২ জুন ভ্রমণের জন্য টিকিট পাওয়া যাবে ২৩ মে। ৩ জুন ভ্রমণের টিকিট বিক্রি হবে ২৪ মে। ২৫ মে বিক্রি হবে ৪ জুন ভ্রমণের টিকিট।

বিজ্ঞাপন

৫ জুন ভ্রমণের টিকিট মিলবে ২৫ মে এবং ৬ জুন টিকিট বিক্রি হবে ২৭ মে’র জন্য। আর ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। ওই দিনের টিকিট দিয়ে ৯ জুন ভ্রমণ করা যাবে। ৩১ মে বিক্রি হবে ১০ জুন ভ্রমণের টিকিট। ১ জুন বিক্রি হবে ১২ জুন ভ্রমণের টিকিট। ২ জুন বিক্রি হবে ১৩ জুন ভ্রমণের টিকিট। ৩ জুন বিক্রি হবে ১৪ জুন ভ্রমণের টিকিট এবং ৫ জুন বিক্রি হবে ১৫ জুন ভ্রমণের টিকিট।

এবারও পশ্চিমাঞ্চলের টিকিট সকাল ৮ টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর ২ টা থেকে বিক্রি হবে। আর সব টিকিটই বিক্রি হবে অনলাইনে।

সারাবাংলা/জেআর/পিটিএম

২১ মে ঈদুল আজহা টিকিটি বিক্রি শুরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর