কুষ্টিয়ায় নারী চিকিৎসককে লাঞ্ছিত, ভিডিও ভাইরাল
৬ মে ২০২৫ ০০:০০ | আপডেট: ৬ মে ২০২৫ ০০:১৪
কুষ্টিয়া: জেলার সদর উপজেলায় শারমিন সুলতানা নামের এক গাইনি চিকিৎসককে টেনে-হিঁচড়ে রাস্তায় নিয়ে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। প্রতারণার অভিযোগ তুলে একদল নারী ওই চিকিৎসককে মারধর করেন। পরে ঘটনাস্থল থেকে ওই চিকিৎসককে উদ্ধার করে পুলিশ। এই ঘটনার ২ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সোমবার(৫ মে) ৩টার দিকে শহরে অর্জুনদাস আগরওয়ালা সড়কে লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অর্জুনদাস আগরওয়ালা সড়কে লাইফ ডায়াগনস্টিক সেন্টারসহ শহরের বিভিন্ন ক্লিনিকে নিয়মিত চেম্বার করেন শারমিন সুলতানা। সোমবার দুপুরে লাইফ ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারে যাওয়ার পথে একদল নারী তার ওপর হামলা করেন।
অভিযুক্ত নারীদের অভিযোগ, পূর্বপরিচয়ের সূত্র ধরে বিদেশে লোক পাঠানো ও চাকরি দেওয়ার কথা বলে তাদের মাধ্যমে অর্থ নেন। পরে চাকরি দিতে পারেননি ওই নারী চিকিৎসক। আবার টাকাও ফেরত দিচ্ছেন না। এ কারণে তাকে ধরতে এসেছেন তারা। তবে তাদের দাবি চিকিৎসককে মারধর করা হয়নি।
এদিকে ওই চিকিৎসক ও তার স্বজনের দাবি, মিথ্যা অভিযোগ এনে মারধর ও হেনস্তা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠ বিচার চান তারা। অভিযুক্ত নারীদের বাড়ী মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গ্রামে।
এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় উভয়পক্ষকে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখেছে পুলিশ।’
সারাবাংলা/পিটিএম