ঢাকা: আর মাত্র কয়েক ঘণ্টা পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সব কিছু ঠিক থাকলে সকাল ১০ টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর সোমবার (৫ মে) লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন খালেদা জিয়ার সঙ্গে।

দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন খালেদা জিয়ার সঙ্গে।
এদিকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে এরইমধ্যে ঢাকার বিমানবন্দর এলাকায় ভিড় জমাতে শুরু করেছে বিএনপির নেতাকর্মী, সমর্থকেরা। দলের নির্দেশ অনুযায়ী, দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তায় অবস্থানে নিয়েছে। খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছেন তারা।
দলের নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান নিয়েছে বিমানবন্দর থেকে লো মেরিডিয়েন হোটেল পর্যন্ত। ছাত্রদল লা মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। এরপর যুবদল অবস্থান নিয়েছে খিলক্ষেত থেকে হোটেল র্যাডিসন পর্যন্ত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন হোটেল র্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। স্বেচ্ছাসেবক দল অবস্থান নিয়েছে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত। কৃষক দল অবস্থান নিয়েছে বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত। শ্রমিক দল অবস্থান নিয়েছে বনানী কবরস্থান থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত। ওলামা দল, তাঁতীদল, জাসাস, মৎস্যজীবী দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন বনানী কাঁচাবাজার পর্যন্ত । মুক্তিযোদ্ধা দলসহ সব পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন গুলশান-২ গোলচত্বর পর্যন্ত। মহিলা দল অবস্থান নিয়েছে গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত। বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা বিমান বন্দর সড়কে নিজ নিজ সুবিধা মতো জায়গায় অবস্থান নিয়েছেন। আর দলের স্থায়ী কমিটির সদস্যরা অবস্থান নেবেন গুলশান-২ গোল চত্বর থেকে খালেদা জিয়ার বাসা পর্যন্ত।
এদিকে খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কে যানচলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। জনসাধারণকে সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান/বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তায় চলাচলের অনুরোধ করা হয়েছে।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে গত ৭ জানুয়ারি লন্ডনে যান।
সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন।