আইনজীবী মাসুদ খন্দকারের বাড়িতে গুলি-ককটেল বিস্ফোরণ
৬ মে ২০২৫ ০৮:৫৬
পাবনা: পাবনা জেলা বিএনপি সদস্য সচিব আইনজীবী মাসুদ খন্দকারের বাড়িতে গুলি ও ককটেল বিস্ফোরণ এবং নেতা-কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৫ মে) রাতে শহরের রাঘপপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিএনপির বেশ কয়েজন নেতা-কর্মী আহত হয়েছেন।
আইনজীবি মাসুদ খন্দকারের দাবি, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা ও গুলি করা হয়েছিল। তবে পুলিশ বলছে, দলীয় অভ্যন্তরীণ কোন্দলে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কোনো গুলির ঘটনা ঘটেনি।
জানা গেছে, রাতে জেলা বিএনপি মাসুদ খন্দকারের বাড়িতে বিএনপির নেতা-কর্মীরা ভীড় করছিলেন। এক পর্যায় পাবনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত সাবেক কউন্সিলর ফরহাদ জোয়াদ্দার মোটরসাইকেলের বহর নিয়ে সেখানে আসেন। এরপর কে বা কারা আইনজীবী মাসুদ খন্দকারের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায় এবং নেতা-কর্মীদের মারধর করে। এতে বিএনপি কয়েকজন নেতা-কর্মী আহত হন।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, ধারণা করা হচ্ছে , বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এর জের ধরেই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। প্রাথমিকভাবে একটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে।
সারাবাংলা/এসডব্লিউ
পাবনা জেলা বিএনপি সদস্য সচিব আইনজীবী মাসুদ খন্দকারের বাড়িতে গুলি