ওয়ানডে র্যাংকিংয়ে সবশেষ কবে এত নিচে নেমেছিল বাংলাদেশ?
৬ মে ২০২৫ ১১:০৯ | আপডেট: ৬ মে ২০২৫ ১১:১২
মাঠে বাংলাদেশের সময়টা একেবারেই ভালো কাটছে না। নিজেদের ‘প্রিয়’ ফরম্যাট ওয়ানডেতেও বেহাল দশা নাজমুল হোসেন শান্তর দলের। বাংলাদেশ দলের জন্য এবার মরার উপর খাঁড়ার ঘা হয়ে এলো র্যাংকিং। আইসিসির হালনাগাদ র্যাংকিংয়ে ১০ম স্থানে নেমে গেছে বাংলাদেশ। ৫০ ওভারের ফরম্যাটে সবশেষ কবে এমন নিচে নেমেছিল বাংলাদেশ?
গত ১২ মাসে মাত্র একটি ওয়ানডেতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এই সময়ের মধ্যে আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছেন শান্তরা। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতেও কোনো ম্যাচ না জিতেই বাড়ি ফিরেছে দল।
মাঠের এমন বাজে পারফরম্যান্সের প্রভাবটা পড়েছে র্যাংকিংয়েও। সদ্য প্রকাশিত র্যাংকিংয়ে ১০ম স্থানে নেমে গেছে বাংলাদেশ। সবশেষ ১৯ বছর আগে ওয়ানডে র্যাংকিংয়ে এমন বেহাল দশা হয়েছিল বাংলাদেশের। ২০০৬ সালে র্যাংকিংয়ের ১০ নম্বরে ছিলেন তারা।
সেই ২০০৬ সালের ১৬ অক্টোবর জিম্বাবুয়েকে টপকে প্রথমবার র্যাংকিংয়ের ৯ম স্থানে উঠে আসে বাংলাদেশ। এরপর দীর্ঘ ১৯ বছরে কখনোই এর নিচে নামেনি বাংলাদেশ।
২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে সুপার এইটে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। সেই সুবাদে ৭ নম্বরে উঠে এসেছিলেন তারা। ২০১৭ সালের মে মাসে ষষ্ঠ স্থানে উঠে আসে বাংলাদেশ, যা তাদের ইতিহাসে সেরা র্যাংকিং।
মাঝে ৭ম স্থানে নেমে গেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ২০২২ সালে আবারও ৬ নম্বরে উঠে আসে বাংলাদেশ। এরপর ক্রমাগত নিচের দিকেই নেমেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত এবার ১০ নম্বরেই নেমে গেলেন তারা।
টেস্ট ও টি -২০ ফরম্যাটে আগের মতোই ৯ম স্থানে রয়েছে বাংলাদেশ।
সারাবাংলা/এফএম