ঢাকা: বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ মে) সকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীতে ডিবির অভিযানে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলন এবং একজন সাবেক ওয়ার্ড কমিশনার সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় জনকে গ্রেফতার করা হয়েছে।
তালেবুর রহমান বলেন, তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে বিস্তারিত পরে জানান হচ্ছে।
এর আগে, মঙ্গলবার রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাদের গ্রেফতার করে।