Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিভিন্ন রাজ্যে ‘নিরাপত্তা মহড়ার’ নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
৬ মে ২০২৫ ১২:০৪

ভারতে নিরাপত্তা মহড়া জারি।

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য আগামীকাল (৭ মে) ভারতের বেশ কয়েকটি রাজ্যকে নিরাপত্তা মহড়া চালানোর নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৫ মে) এই নির্দেশনা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

ভারতে সর্বশেষ এমন মহড়া হয়েছিল ১৯৭১ সালে, যখন ভারত ও পাকিস্তান দুই ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। তখন ভারতজুড়ে সতর্কতা জারি ছিল। এতো দীর্ঘ সময় পরে এসে আবারও এমন সতর্কতা নিল ভারত।

মঙ্গলবার (৫ মে) রাতে পাঞ্জাবের ফিরোজাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় আধ-ঘণ্টার ব্ল্যাকআউট মহড়া হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্থানীয় বিদ্যুৎ বিভাগকে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার অনুরোধ করেছিল।

এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্ল্যাকআউট কৌশল প্রয়োগের প্রস্তুতি।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় পুলিশ-প্রশাসনকে নির্দেশ দিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কী করণীয় সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। যেসব প্রস্তুতির কথা বলা হয়েছে, এর মধ্যে রয়েছে:

*বিমান হামলার সতর্কতা সাইরেন বাজলে কী করণীয়

*বেসামরিক নাগরিক ও শিক্ষার্থীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ

*হঠাৎ ব্ল্যাক আউট হলে কিংবা যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন পড়লে কী করণীয়

*গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা ব্যবস্থা নেওয়া

*মানুষ সরিয়ে নেওয়ার পরিকল্পনা হালনাগাদ ও অনুশীলন

*রাজ্যগুলোর সিভিল ডিফেন্সেরও উদ্ধারকাজ সংক্রান্ত মহড়া

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক নিহত হন। এরপর থেকেই ভারত-পাকিস্তানে এমন উত্তেজনা বাড়ছে।

বিজ্ঞাপন

কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে বলেছেন, ‘যারা এই ষড়যন্ত্র করেছে বা হামলা চালিয়েছে তারা কঠোর শাস্তি পাবে।’

এরইমধ্যে তিন বাহিনীর প্রধানদের সঙ্গেও একাধিক বৈঠক করেছেন মোদী। কাশ্মীরে হামলার বদলা নিতে সশস্ত্র বাহিনীকে পালটা আক্রমণের পূর্ণ স্বাধীনতাও দিয়েছেন তিনি।

এর মধ্যেই এবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে বিভিন্ন রাজ্যে ৭ মে মহড়া পরিচালনার নির্দেশ দিল।

সারাবাংলা/এসডব্লিউ

কাশ্মীরে জঙ্গি হামলা নিরাপত্তা মহড়া জারি পাকিস্তান ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর