Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এনসিপির মৌলিক সংস্কারের রূপরেখা হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১২:২৪

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এনসিপির মৌলিক সংস্কারের রূপরেখা হস্তান্তর। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা হস্তান্তর করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।

‎মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে দ্বিতীয় পর্যায়ের আলোচনার শুরুতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

‎এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কারের কিছু প্রস্তাব দিয়েছি। স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে এসব সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, মৌলিক সংস্কার শুধু নির্বাচনি সংস্কার নয়, মৌলিক সংস্কার সংশোধনীও নয়। এটি মৌলিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য। যার ফলে জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত হবে।

জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এনসিপি। ছবি: সারাবংলা

‎এরপর কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাব, ঐকমত্য কমিশনের আলোচনার দ্বিতীয় পর্যায়ে এর প্রতিফলন থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেওয়া হবে।

‎এ সময় তিনি আরও জানান, ১৫ মে এরমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ হবে।

‎আলোচনা সভায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ উপস্থিত আছেন।

এ ছাড় ‎প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৈঠক সঞ্চালনা করছেন।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/ইআ

এনসিপি জাতীয় ঐকমত্য কমিশন মৌলিক সংস্কার