Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা এডওয়ার্ড কলেজে বজ্রপাতে গাছ দ্বিখন্ডিত

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৩:২৬

বজ্রপাতে মেহগনি গাছ দ্বিখন্ডিত হয়ে গেছে।

পাবনা: পাবনা ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে পদার্থবিজ্ঞান বিভাগের সামনের একটি মেহগনি গাছ মাঝখান থেকে দ্বিখন্ডিত হয়েছে। এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে পাবনার আকাশে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, ‘আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। মাঝেমধ্যে বজ্রপাতেরও শব্দ শোনা যাচ্ছিল। আমরা পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারো ক্ষয়-ক্ষতি হয়নি। ঘটনাটি জানাজানি হলে অনেকেই তা দেখতে আসছেন ক্যামেরাবন্দী করছেন।’

তবে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, ‘ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি। যেহেতু গাছটি দ্বিখন্ডিত হয়েছে, আমরা দ্রুত গাছটিকে অপসারণ করার ব্যবস্থা করব।’ বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়ার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

বজ্রপাতে গাছ দ্বিখন্ডিত