বাসায় পৌঁছেছেন খালেদা জিয়া
৬ মে ২০২৫ ১৪:৩০ | আপডেট: ৬ মে ২০২৫ ১৬:৫২
ঢাকা: বিমানবন্দর থেকে ২ ঘণ্টার যাত্রা শেষে দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় পৌঁছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দুই পুত্রবধু ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও তার সঙ্গে গুলশানের বাসায় পৌঁছেছেন।
এর আগে, মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়া। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ২০ মিনিটে নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়িতে করে ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি।

বাসায় ফিরেছেন খালেদা জিয়া । ছবি: সারাবাংলা
খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে বিপুল সংখ্যক নেতা-কর্মী এদিন সকাল থেকে ফিরোজার সামনে অবস্থান নেন। খালেদা জিয়ার বহনকারী গাড়ি বাসার সামনে আসলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গুলশানের সড়কটি। খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে ফিরোজার সামনে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিরাপত্তা দিতে দেখা যায়।
লন্ডন সময় সোমবার বিকাল ৪টা ১০মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন খালেদা জিয়া। যাত্রাপথে কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে আবার ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি। টানা সাড়ে ৪ ঘণ্টা যাত্রা শেষে সকাল ১০ টা ৪০ মিনিটে ঢাকা হযতর শাহজাজাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে তাকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে গত ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি।
সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন।