Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরের সাংবাদিক ও মুক্তিযোদ্ধা পিপলু আর নেই

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৪:২৮

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু।

নাটোর: নাটোরের বর্ষীয়ান সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু মারা গেছেন।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় ঢাকার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে একুশে টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকায় কর্মরত ছিলেন।

নবীউর রহমান পিপলু ১৯৫৭ সালের ১০ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত খন্দকার রশিদুর রহমান। তিনি বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। মৃত্যুকালে স্ত্রী, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনগুলো। এ সময় তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সারাবাংলা/এসডব্লিউ

মৃত্যু সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু