Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৫:৩২

ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।

বাগেরহাট: অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৬ মে) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের চীফ স্টাফ অফিসার কমান্ডার সঞ্জীব কুমার দে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ মে) বিকেল ৫টায় কোস্ট গার্ড সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে ২ টি একনলা বন্দুক, ১টি শর্ট গান, ১টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরীর সরঞ্জামাদি, ২৩ রাউন্ড তাজা গুলি , ২০৪ রাউন্ড ফাঁকা গুলি , ৯ টি দেশীয় অস্ত্র, ৪ টি কুড়াল, ৭ টি করাত, ১০ টি রড, ৫ টি হাতুড়ি, ১ টি সোলার, ২৮ টি মোবাইল, ১১ টি ওয়াকি টকি চার্জার এবং ২ টি কাঠের নৌকাসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম দুই সহযোগী মো. সাদ্দাম খান (২০) এবং আব্বাস মোল্লা (৪০) কে আটক করা হয়।

আটকরা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের এ ধরনের সাড়াঁশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন।

বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক সুন্দরবনের ডাকাত