Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালাইয়ের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৫:৪৪

প্রতীকী ছবি

লালমনিরহাট: জেলায় হাতীবান্ধায় ঘরের ছাদে এঙ্গেল লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

‎সোমবার (৫ মে) বিকেলে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব সারডুবী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম (৩৫) নীলফামারীর ডিমলা উপজেলার শুটিবাড়ী এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি।

স্থানীয়রা জানিয়েছেন,সোমবার বিকেলে একটি গুদাম ঘরের ছাদে লোহার এঙ্গেল লাগানোর সময় ঘরের কাছাকাছি থাকা ১১ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে লোহার এঙ্গেল লাগলে বিকট শব্দে বিদ্যুৎ প্রবাহের ধাক্কায় ঘরের পাকা মেঝেতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা দ্রুত ঘরের ভেতর ঢুকে তাকে বের করে আনার আগেই তিনি মারা যান।

বড়খাতা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আতিয়ার রহমান জানান, লোহার অ্যাঙ্গেল ঘরে লাগাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের মিটারে লাগলেই এই দুর্ঘটনা ঘটে।

‎এ বিষয়ে হাতীবান্ধ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু