Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৬:০৯ | আপডেট: ৬ মে ২০২৫ ১৮:০৯

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে জাকির হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ মে ) দুপুরে উপজেলার বাকসার হাওরে দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জামালগঞ্জে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু। এসময় নিজের জমির ধান কাটছিলেন কৃষক জাকির হোসেন। ধান কাটার একপর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। সেখানে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর

বজ্রপাত বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর