Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক শ্যামল দত্তকে জামিন দিতে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৬:২১ | আপডেট: ৬ মে ২০২৫ ১৮:০৯

শ্যামল দত্ত। ফাইল ছবি

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর ভাষানটেকের একটি হত্যা মামলায় ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয় রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৬ মে) বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ।

এর আগে, ১১ সেপ্টেম্বর ভাষানটেক থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় ২৮ নম্বরে রয়েছে শ্যামল দত্তের নাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিজয় মিছিল করতে যান ফজলু। সন্ধ্যা ৭টার দিকে মিরপুর ১৪ নম্বর মোড়ে দিগন্ত ফিলিং স্টেশনের সামনে তার ওপর গুলি ছোড়া হয়। গুলিটি কোমর ভেদ করে বেরিয়ে যায়। পরে ফজলুকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে শ্যামল দত্তকে গ্রেফতার করা হয়। সাংবাদিক মোজাম্মেল বাবুও তার সঙ্গে গ্রেফতার হন। এরপর এ মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়।

সারাবাংলা/আরএম/ইআ

শ্যামল দত্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর