পাবনা: পাবনার কাশীনাথপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিয়াল (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সকাল ১১টায় পাবনা-ঢাকা মহাসড়কের হাম্মাদপুর স্লুইস গেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিয়াল পাবনা সিংগা বাইপাল এলাকার মো. আলমের ছেলে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, সকালে কাশিনাথপুর স্লুইস গেট এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর পিয়াল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।