ডিপ্লোমাকে স্নাতক সম্মান করার দাবিতে রাজবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
৬ মে ২০২৫ ১৭:০৬
ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং ইন্টার্নশিপ শিক্ষার্থীরা একযোগে এই কর্মসূচি পালন করেন।
রাজবাড়ী: ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে রাজবাড়ী সদর হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ মে) ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং ইন্টার্নশিপ শিক্ষার্থীরা মিলে একযোগে এই কর্মসূচি পালন করেন।
এ কর্মসূচিতে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মানিক মিয়া, রবিউল ইসলাম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হারুন, প্রথম বর্ষের শিক্ষার্থী বিজয় বিশ্বাস, ইন্টার্নশিপ শিক্ষার্থী লিটু চন্দ্র রায়, প্রেমা খাতুন, শারমিন খাতুন, তারেক হাসান, শান্ত মন্ডল, মিতু, আব্দুলাহ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বাধন দাস, শাখাওয়াত হোসেন, সনিয়া পারভীন বক্তব্য দেন।
বক্তারা বলেন, আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল স্তরের ছাত্ররা অংশ নিয়েছিল, আমরাও নিয়েছিলাম। বৈষম্য এখনো দূর হয় নাই। আমরা এইচএসসি পাস করে তিন বছর কোর্স সম্পন্ন করার পরও ছয় মাস ইন্টার্নশিপ কোর্স করেও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। যা ডিগ্রির তুলনায় বেশি পরিশ্রমের ও সময়সাপেক্ষ। তাহলে ন্যায্যতা থাকা সত্ত্বেও সরকার কেন ডিপ্লোমা ইন নার্সিংকে ডিগ্রি সমমান করছেন না। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।
সারাবাংলা/এইচআই