থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি মিলল ময়লার স্তূপে
৬ মে ২০২৫ ১৭:০৯ | আপডেট: ৬ মে ২০২৫ ১৮:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পরিত্যক্ত অবস্থায় ময়লার স্তূপ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব অস্ত্রশস্ত্র থানা থেকে লুট হয়েছিল বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (৫ মে) রাতে নগরীর বাকলিয়া থানার মেরিন ড্রাইভ সড়ক এলাকার একটি বাড়ির সামনে ময়লার স্তূপ থেকে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে- ব্রাজিলের তৈরি দু’টি তরাশ ৯ এমএম পিস্তল, ইংল্যান্ডের তৈরি একটি রিভলবার ও ৩০ রাউন্ড গুলি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধার করা দু’টি পিস্তল ও গুলি গত ৫ আগস্ট নগরীর কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল বলে পুলিশ নিশ্চিত হয়েছে। উদ্ধার করা রিভলবারটিও সিএমপির কোনো থানা থেকে লুট হয়েছিল। তবে এখনো সেই থানা শনাক্ত হয়নি।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর বিজয় উল্লাসের মধ্যে চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন থানা থেকে প্রায় এক হাজারের মতো আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুট হয়।
সারাবাংলা/আরডি/পিটিএম