Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হান্নানের জমি-ফ্ল্যাট-ব্যাংক হিসাব জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৭:২১ | আপডেট: ৬ মে ২০২৫ ১৮:০৮

বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ হান্নান।

ঢাকা : দেশত্যাগে নিষেধাজ্ঞার একদিন পর বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ হান্নানের জমিসহ তিনটি ফ্ল্যাট জব্দ ও ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

জব্দ সম্পদের মধ্য রয়েছে, খিলক্ষেতে ছয়তলা ভবনের দুটি ফ্ল্যাট, মিরপুরের ডিওএইচ এলাকায় একটি ফ্ল্যাট, মিরপুরের সামরিক অফিসার আবাসিক প্রকল্পের নির্মানাধীন ৭ তলা ভবন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৭ শতকের বেশি ২ দলিলের জমি।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে উপপরিচালক তানজির হাসিব সরকার জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়, বিমান বাহিনীর সাবেক প্রধান ও এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থের ক্ষতিসাধন, ঘুষ নেওয়া, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, শেখ আব্দুল হান্নান ক্ষমতায় অপব্যবহার করে নিজ, পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছে। এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তরের চেষ্টা চলছে। তাই জরুরি ভিত্তিতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে, গত ৫ মে পরিবারসহ তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন একই আদালত।

সারাবাংলা/এমপি

বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ হান্নান ব্যাংক হিসাব জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর