Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৭:২০

বিক্ষোভ মিছিল করেছেন ইন্টার্ন, নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষার্থীরা।

ময়মনসিংহ: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি করার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ইন্টার্ন, নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ মে) দুপুরে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

বিজ্ঞাপন

নার্সিং শিক্ষায় বিরাজমান চরম বৈষম্য ও অবমূল্যায়ন পরিহার করে অতি দ্রুত কোর্স দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স সমমান করার দাবি জানান শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার
ঘোষণা দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সারাবাংলা/এইচআই

ডিপ্লোমা নার্সিং বিক্ষোভ স্নাতক সমমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর