কুশিয়ারা নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
৬ মে ২০২৫ ১৭:৩৯
সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে ফুলেছ মিয়ার (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফুলেছ মিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর গ্রামের ওমর আলীর ছেলে।
মঙ্গলবার (৬ মে) দুপুর ২ টার দিকে উপজেলার কুশিয়ারা রেল সেতুর নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নদীতে মাছ ধরার সময় জাল আটকে যায়। এসময় জালটি ছাড়াতে জেলে ফুলেছ মিয়া, সুবেল ও রাজন নদীতে ডুব দেন। তাদের মধ্যে দুইজন উঠলেও ফুলেছ মিয়া নিখোঁজ হন।
জেলে সুবেল ও রাজন জানান, তারা একসঙ্গে জাল তুলতে ডুব দেন। কিছুক্ষণ পর ডুব থেকে উঠে দেখেন ফুলেছ মিয়া ওঠেনি। তাৎক্ষণিক তাকে খোঁজ করেও পাওয়া যায়নি। ঘটনার পর ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তাদের ডুবুরি না থাকায় সিলেট থেকে ডুবুরি এসে মরদেহ উদ্ধার করে।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান সারাবাংলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে মাছ ধরতে গিয়ে ফুলেছ মিয়া নিখোঁজ হন। নিখোঁজের দুই ঘণ্টা পর ডুবুরিরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
সারাবাংলা/এসআর