Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অল্প কিছু দিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ৬ মে ২০২৫ ১৭:৫০

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমি‌টির সদস্য ডা. এজেডএম জা‌হিদ হোসেন

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প কিছু দিনের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমি‌টির সদস্য ডা. এজেডএম জা‌হিদ হোসেন।

মঙ্গলবার (৬ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ‘ফিরোজার’ সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘জোবাইদা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়। কিছুদিন পর জোবাইদা রহমান লন্ডনে যাবেন এবং খুব দ্রুতই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া মানসিক ভাবে ভালো আছেন, অনেকটা সুস্থ আছেন। তিনি (খালেদা জিয়া) বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। বিনা খরচে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিল কাতার। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।’

এর আগে, সকাল ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ২০ মিনিটে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। পথে-পথে দলীয় নেতা-কর্মীদের অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছায় তাকে বহনকারী গাড়ি বহর।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফিরলেন তিনি।

সারাবাংলা/এজেড/এইচআই

জাহিদ হোসেন জোবাইদা রহমান তারেক রহমান ফিরোজা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর