Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনও বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৮:০২ | আপডেট: ৬ মে ২০২৫ ১৮:০৫

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল

সাতক্ষীরা: তথ্য চাওয়াতেই কারাদণ্ড দেওয়া সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে তালা উপজেলা থেকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।

সোমবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শহিদুল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে তাকে এ বদলি দেখানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শেখ মো. রাসেলকে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।’

এদিকে এই প্রজ্ঞাপন জারির পর থেকেই সাংবাদিক সমাজের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা সরকারকে কৃতজ্ঞতাও জানান।

এর আগে, গত ২২ এপ্রিল তালা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম নিয়ে অনুসন্ধানে গেলে সাংবাদিক রোকনুজ্জামান টিপুর সঙ্গে উপজেলা প্রকৌশল দফতরের উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলমের বাগবিতণ্ডা হয়। পরে ইউএনও শেখ মো. রাসেল ঘটনাস্থলে গিয়ে উপস্থিত সাংবাদিককে ১৭৬ ধারায় ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তালা ও সারাদেশের সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।

সারাবাংলা/এইচআই

ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান বদলি সাংবাদিককে কারাদণ্ড