Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ভটভটি উলটে নিহত ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৮:১৯

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে ইঞ্জিনচালিত ভটভটি উলটে শিমুল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের ভর তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমুল জেলার রানীনগর উপজেলার পোয়ানীপাড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রানীনগর এলাকা থেকে ধানের তুষ বোঝাই একটি ইঞ্জিনচালিত ভটভটি আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলো। এ সময় ভর তেতুলিয়া ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি রাস্তায় উলটে যায়। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিমুলের মৃত্যু হয়।  আহত হন ভটভটি চালক ইয়ামিন ও বেলাল হোসেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিমুলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এসআর

নওগাঁ ভটভটি উলটে নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর