পেহেলগামে হামলার খবর আগে থেকেই জানতেন মোদি: কংগ্রেস সভাপতি
৬ মে ২০২৫ ১৯:০৩ | আপডেট: ৬ মে ২০২৫ ২১:৩১
গত এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হমলায় ২৬ জন নিহত হয়েছিলেন। এ ঘটনার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে, এবার দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের দাবি করছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলার তিন দিন আগেই জানতেন।
মঙ্গলবার (৬ মে) ঝাড়খণ্ডের রাঁচিতে সংবিধান বাঁচাও সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে গুরুতর এমন অভিযোগ তোলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে এ তথ্য জানানো হয়েছে।
তিনি দাবি করেন, নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে গোয়েন্দা ব্যর্থতা ছিল, যা সরকার স্বীকার করেছে। কিন্তু ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। পেহেলগাম হামলার তিন দিন আগে প্রধানমন্ত্রী মোদীর কাছে একটি গোয়েন্দা প্রতিবেদন পাঠানো হয়েছিল, যার ফলে তিনি কাশ্মীর সফর বাতিল করতে বাধ্য হন। তিনি এই দাবির সমর্থনে একটি সংবাদপত্রের প্রতিবেদনও উদ্ধৃত করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল। সংবাদপত্রেও এ বিষয়ে পড়েছি। কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে ২৬ জন পর্যটক খুনের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল। আসলে তারা আগাম জানতে পেরেও কিছু করেনি।
তিনি আরও বলেন, প্রকাশিত কয়েকটি খবরে আগেই দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছে কাশ্মীরে পর্যটকদের ওপর সম্ভাব্য হামলার খবর এসেছিল। এপ্রিল মাসেই সেই হামলা হতে পারে বলে জেনেছিলেন গোয়েন্দারা। মোদির জম্মু ও কাশ্মীরে যাওয়ার কথা ছিল ১৯ এপ্রিল। কিন্তু তা বাতিল করা হয়েছিল।
সারাবাংলা/এইচআই
কংগ্রেস সভাপতি কাশ্মীর হামলা নরেন্দ্র মোদি পেহেলগাম হামলা ভারত