Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরিতে পুনর্বহালের দাবি অব্যাহতি পাওয়া ৩২১ এসআইয়ের

ঢাবি করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৮:৫৮ | আপডেট: ৬ মে ২০২৫ ২১:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন।

ঢাকা: প্রশিক্ষণরত অবস্থায় ‘শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে অব্যাহতি পাওয়া ৪০তম ক্যাডেট পুলিশের ৩২১ জন সুপারিশপ্রাপ্ত উপপরিদর্শক চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন। ‘মিথ্যা’ ও ‘বানোয়াট’ অভিযোগের ভিত্তিতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তারা।

মঙ্গলবার (৬ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপপরিদর্শক পদে প্রশিক্ষণরত অবস্থায় অব্যাহতি পাওয়া দীপিকা চক্রবর্তী বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ সাজানো নাটক ও বানোয়াট। এক বছর মেয়াদী ট্রেনিং শেষ করে যেখানে আমাদের দেশ ও জাতির সেবা করার কথা ছিল সেখানে চার ধাপে আমাদের বাতিল করা হয়েছে। মাঠে সময়মতো উপস্থিত না থাকা, জিমনেশিয়াম ক্লাসে অমনোযোগী থাকা ইত্যাদি অভিযোগে বাতিল করা হয়েছে। যদিও সেখানে দায়িত্বরত সাবেক আইজিপি হাসিবুর রহমান চৌধুরী ক্লাসে হইচই করার কথা অস্বীকার করেন।’

তিনি বলেন, ‘২১ অক্টোবর ২০২৪ তারিখে ৪৮ জনকে শোকজ করা করা হয়। ২১ অক্টোবর সন্ধ্যায় একাডেমিক ভবনে ক্লাস থাকলেও মেমোরিয়ালে ক্লাস স্থানান্তর করা হয়। পরবর্তীতে ২৪ অক্টোবর তাদের শোকজ প্রদান করে চাকরিতে যোগদানের একদিন আগে অব্যাহতি দেওয়া হয়। সিসি ক্যামেরার আওতাধীন থাকা সত্ত্বেও কোনো তদন্ত কমিটি গঠন না করে এভাবে বাতিল করা অবৈধ।’

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ‘৩২১ জন এসআই আজ মানবেতর জীবনযাপন করছে। সমাজে তার একেকজন বোঝা হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্র ও সমাজ তাদের আজ ছুঁড়ে ফেলে দিচ্ছে।’

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য তিনি বলেন, ‘হয় এই যন্ত্রণা থেকে মুক্তি দিন না হয় মেরে ফেলুন। আজ আমরা অসহায়। আমরা অনেকেই সরকারি বেসরকারি চাকরি ছেড়ে একাডেমিতে যোগ দিয়েছিলাম। কোথাও চাকরিও দিচ্ছে না আমাদের। আবার দীর্ঘদিন থেকে পড়াশোনা থেকেও দূরে আমরা। নারী ক্যাডেটরা একঘরে হয়ে আছে।’

সারাবাংলা/কেকে/এমপি

অব্যাহতি এসআই চাকরিতে পুনর্বহাল শৃঙ্খলা ভঙ্গ