Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৯:৫২ | আপডেট: ৬ মে ২০২৫ ২৩:৩৩

নিহত শিক্ষক সুজন সাহা

শরীয়তপুর: শরীয়তপুরের জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সুজন সাহা (৪৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুজন সাহা দক্ষিণ মধ্যপাড়া এলাকার হরিদাস সাহার ছেলে। তিনি আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষক সুজন সাহার সঙ্গে চাচাতো ভাই ও প্রতিবেশী ব্যবসায়ী শান্তিরঞ্জন সাহার জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে ফের দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে শান্তিরঞ্জন সাহার দোকানের কর্মচারী লোকমান হোসেন শিক্ষক সুজন সাহার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথিমধ্যেই মারা যান তিনি।

এদিকে, তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে সুজন সাহার পরিবার শান্তিরঞ্জন সাহার বড় ভাই মানিক সাহার স্ত্রী শংকরী সাহাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ সাহা বলেন, বিষয়টি খুবই মর্মাহত। সহকর্মীর এমন মৃত্যু মেনে নেওয়ার মতো নয়।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মৃত্যুর বিষয়ে এখনও নিশ্চিত হইনি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

জমিসংক্রান্ত বিরোধ প্রতিপক্ষের হামলা শরীয়তপুর শিক্ষক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর